তারস্বরে এক আর্তনাদ ️️✒️✒️ মহুয়া গাঙ্গুলী

তারস্বরে এক আর্তনাদ
মহুয়া গাঙ্গুলী

এই যে হঠাৎই বলে ওঠো একজন নারী হয়েও,
আরেকটু সাবধান হওয়া উচিত ছিল,
কখনও আবার কিছু শুনেও চুপ করে থাকাই উচিত,
মানিয়ে চললেই তুমিও প্রকৃত নারী,
অপরপক্ষে সমঝোতার লেশমাত্র না দেখিয়ে সমস্ত ইচ্ছাপূরণের বলি করতে পারলেই হতে পারো একজন অতিপুরুষ…
আজ যেন সব লক্ গেটগুলো খুলে একই অভিমুখে প্রতিবাদের বন্যায় কাঁপছে এক পৃথিবী।
অতিশয় উক্তিগুলো আসলে নিজেদের দূর্বলতা ঢাকার বিশেষ ফন্দি ।
একটা একপেশে তন্ত্র অলি গলি কর্দমাক্ত করা ছাড়াও সমাজে কতগুলো মারাত্মক ব্যধির জন্ম দিতে পারে।
বরাবরই বলি আজও বলছি,
পুরুষতান্ত্রিক সমাজে সুশীলা হয়ে নারী তুমি যখন অপর নারীদের উপর সেটিকে চাপিয়ে দিয়ে সেরার সেরা অতি নারী হয়ে ওঠো নিজের স্বার্থ কায়েম করার তাগিদে…হ্যাঁ ঠিক তখনই আমিও তোমাকে ভর্ৎসনা করি…..
কেন জানো…?
কোনো লিঙ্গ ভেদাভেদিতে কোনো নিরাপত্তা দাবি রেখে প্রতিবাদ হয়না, প্রতিবাদ একপেশে চাপিয়ে দেওয়া অতি পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে….
আমরা নারী পুরুষ উভয়েরই নিরাপত্তার দাবি রাখি…
একই দাড়িপাল্লার একদিকে স্বপ্নদীপ তো অপরদিকে
তিলোত্তমা… উভয়কেই একই ভাবে একই সময়ের হিসেব বেঁধেই আমি একজন মা, যখন সন্তান প্রসব করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *