অসুস্থ সমাজ কলমে -আরতি সরকার

অসুস্থ সমাজ
কলমে -আরতি সরকার
বেশ তো ছিলাম, কিন্তু এখন মনে হয়,দম বন্ধ হয়ে আসছে!
দিন দিন আমরা কোথায় পৌঁছে যাচ্ছি!
সব কাছের মানুষ গুলো দূরে সরে যাচ্ছে!
এমন কি নিজের সন্তান রা ও
কেবল সবসময় স্বার্থ খুঁজছে।
ভাবলে অবাক লাগে যে সন্তান দের সামান্য একটু জ্বর হলেও রাতের পর রাত জেগে কেটে যেত, তারা ই
এখন কেবল কতটা পেলো কবে পাবে কেবল তার হিসাব করে …. কেবল চাই চাই আরও চাই। নিজেদের যোগ্যতা অর্জন করার ক্ষমতা রাখে না কিন্তু বিধবা মায়ের সমস্ত কিছু নিয়ে তাকে রাস্তায় বের করা যায়,তার চেষ্টা চালিয়ে যাচ্ছে!
কি আশ্চর্য এই দুনিয়া!
চারিদিকে কেবল ষড়যন্ত্র চলছে, নিজের মায়ের বিরুদ্ধে! বিশ্বাস করতে খুব
কষ্ট হয়!
গাছের সাথে ফুলের সাথে এদের প্রেম নেই, এদের প্রেম কেবল বাবা মায়ের সম্পত্তি দখল নিয়ে, তাদের প্রতি ভালোবাসা নেই এক বিন্দু ও!
এটাই কি ছিল আমাদের শিক্ষা,ওরাই বা কি সংস্কার দিয়ে যাবে ওদের প্রজন্ম কে …. অসুস্থ এক ভবিষ্যৎ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *