আকাশ ফাটা পূজো ✒️✒️ ভাগ্যশ্রী
আকাশ ফাটা পূজো
ভাগ্যশ্রী
কি দেখাবে রাজ্য!
সে কতকাল
হাতে ধরা ভুল থার্মোমিটার;
দৃষ্টিহীনের হাতি দর্শন
মাপছে পালসরেট
চড়ছে পারদ;
বাতিল বই খাতা লিটমাস
কাগজে কলমে গলছে
কালের পুঁজ রক্ত ঘাম
ক -অক্ষর সেলাই ফুঁড়ছে
ধর্ষিতা কন্যার বাবার আঙুলের পেট;
বেলাশেষ রক্ত বাজে
বুক হাঁটছে হরদম
কত আর কচি হাড়ের আর্তনাদ চুষে নিভবে
তোমার অলঙ্কার লিপ্সা!
বুভুক্ষু ক্ষিদে মহাযান
কত অন্ধকার কুলকুচিতে জ্বলবে ভেল্কি বাজি চোরা আলোর উলঙ্গ ফুর্তি প্রাণ।
চেয়ে দ্যাখো!
আমরা বড় জোর
ধূ ধূ গড়ের মাঠ!
চারপাশ স্তূপীকৃত
ভাঙা স্বপ্নের কাঁটা কম্পাস
তর্জনী উঁচিয়ে চেনাচ্ছে
উৎসব রাত !
ক্ষমা করো কমা দাও টানো পূর্ণচ্ছেদ।
হাহাকার বাদ্যি জ্ঞানে
এ পূজোয় নয়
শরতের সমস্ত আকাশ ফাটালাম!