দৃশ্যপট *** নীহার কান্তি মন্ডল
দৃশ্যপট
নীহার কান্তি মন্ডল
সভ্যতা(?)র দেয়ালে কালো কালির আঁকিবুকি!
জনমানবের গায়ে-কাঁটা দেয়া শিহরণ!!
তিলোত্তমার বুকে আরেক তিলোত্তমাকে
কুপরিকল্পিত বীভৎস নৃশংস খুন!!!
তথ্য-প্রমাণ লোপাটের নির্লজ্জ অপচেষ্টা!!!!
অসংখ্য অসংখ্য প্রশ্নচিহ্ন???????
বাংলা তথা ভারত জুড়ে আন্দোলন
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে যার রেশ
যে বিচারের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী
ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানও
হাতে-হাত মিলিয়ে প্রতিবাদে সোচ্চার
খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
ধর্মীয়-রাজনৈতিক বিভেদ দূরে সরিয়ে
আপামর শান্তিকামী মানুষের সম্মিলিত গর্জন
আকাশ বাতাস কাঁপানো একটাই ধ্বনি–
WE WANT JUSTICE
সমাজের সর্বস্তরে আলোচনা সমালোচনা
পর্যালোচনার মুখ্যবিষয়
কবি সাহিত্যিকের কারেন্ট টপিক
খবরের কাগজের হেডলাইন
টিভি চ্যানেলের মুহূর্মুহূ ব্রেকিং নিউজ
চুলচেরা বিচার বিশ্লেষণ
বিশেষজ্ঞদের বিতর্ক-সভায় বাদ-প্রতিবাদ
টি আর পি বাড়ানোর জোরকদমে লড়াই —
তদন্তের হাত-বদল, অভিমুখ বদল।
সবকিছু ছাপিয়ে বার বার
চোখের সামনে ভেসে ওঠে
সন্তান হারানো বাবা-মায়ের
অসহায় মুখ, মুক-আর্তনাদ — বোবাকান্না।
একটাই চাওয়া – দোষীদের চরম শাস্তি
এরকম টপিক, ইভেন্ট, (হার্ট)ব্রেকিং নিউজ
আর যেন ফেরে না কখনো।