রাজনীতি শিক্ষাকেন্দ্র —– মৃত্যুঞ্জয় রায়চৌধুরী

রাজনীতি শিক্ষাকেন্দ্র

—– মৃত্যুঞ্জয় রায়চৌধুরী

আজ এক আধা শহরের গল্প বলব।

ক’দিন আগেও এই আধা শহর গুলো জনশূন্য ছিল।এতো এতো গগনচুম্বী অট্টালিকা মাথা চাড়া দেয়নি। এখন সবুজ বনরাজি মুছে গিয়ে তৈরি হয়েছে কংক্রিটের খাঁচা আর দেখতে দেখতে ভরে উঠছে মানুষের কোলাহলে। গ্রামগঞ্জের যৌথ ফ্যামিলির একাত্মতার বন্ধন ছিঁড়ে মানুষ নতুন সুখের আশায় ঘর বেঁধেছে এখানে।হঠাৎ করে তাই বিভিন্ন প্রদেশের লাখো লোক বেড়ে গেছে এই অঞ্চলে। বিভিন্ন সংস্কৃতির মানুষ যখন এক জায়গায় জড়ো হয় তখন ঘরে ঘরে মানুষ গুলোর মধ্যে একটা আড়ষ্টতা, সবদিক বিবেচনা করে মেপে পা ফেলার প্রবণতা লক্ষ্য করা যায়। ছিন্নমূল এই মানুষগুলোর মনের দ্বিধা দ্বন্দের ফলে তৈরি হয় ভ্যাকুয়াম, তখন মনের এই ফাঁকা জায়গাটা দখল করে ধর্ম, ফলে ধর্মিয় আচার আচরণের বাড়বাড়ন্ত হয়। সকাল ন’টার মধ্যে পুরুষেরা কাজে চলে যাবার পর কার্যতঃ পুরুষ শূন্য হয়ে পড়ে ঘরগুলো।আর দশটায় বাচ্চাদের স্কুলের গাড়ি চলে যাবার পরে ঘরের খোপগুলোতে হাহাকার করে শূন্যতা। আমরা ঐ শূন্যতা কে আমাদের রাজনৈতিক স্বার্থের প্রয়োজনে প্রেমভাবাদর্শের বন্ধনে বেঁধে ফেলতে চাই।
— ফেলাদা, তোমার এতো বড়ো বড়ো কথার শুরুতে ‘শূন্য’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *