অর্ধনারীশ্বর *** সঙ্গীতা কর
অর্ধনারীশ্বর
সঙ্গীতা কর
দীর্ঘ পূর্বরাগ অপেক্ষায় ছিলো অভিসারের
মিলনের জন্য মন হয়েছিলো উন্মনা,
নাভি স্থল থেকে বয়েছে উষ্ণ কামনার ঝড়
তনুতে তনুতে মাতোয়ারা হতে চেয়েছে শৃঙ্গার।
কৃষ্ণচূড়া ঝরা সন্ধ্যায় অবশেষে তুমি এলে,
শান্ত, স্নিগ্ধ, সৌম্যদর্শন বৈরাগীর বেশে
আলুলায়িত কেশ রাশি উড়েছিলো বাতাসে,
অবিন্যস্ত কেশরাশির মাঝে ধীরে আঁকলে ললাট চুম্বন,
কামনার আগুন ক্রমাগত হতে থাকলো শিথিল
দৃষ্টিতে বোঝালে মৈথুন নয়, তুমি চাইছো প্রেম!
তবে কি এরই জন্য অপেক্ষায় গুনেছি প্রহর??
হৃদয় আবিষ্কার করলো এক কাঙ্খিত অর্ধনারীশ্বর।