বিদায় স্বাধীনতা **** ভাগ্যশ্রী
বিদায় স্বাধীনতা
ভাগ্যশ্রী
লাল শুনলেই
ঝুঁঝিয়ে পড়ছে টগবগে রক্ত
দাগমাত্র চোখ রগড়ায়
ভুল সেলাইয়ের ক্ষত
পেরেক বেঁধা জুতো
দোমড়ানো দলামুঠো রাস্তা
কানের দু-পাশে অবোধ্য বেওয়ারিশ জঞ্জাল
মা ফুঁ দিয়ে তুলে রাখছে সন্তানের
স্বপ্নপোড়া প্রিয় পেন্সিল বক্স থেকে
টুকটাক ভালো ফল
এই তো ভাসা ভাসা ভাদর মেঘে ঢাকা
পারাহীন আয়না বুকে
আদুল সামাজিক চালচিত্র
নিচে থরে থরে ট্রেতে সাজানো দিনকাল
শিশু নয় অবোধে ভরে নেয় মুঠো মুঠো
তাই বলে তুমি?
হে শ্রদ্ধেয় আটাত্তুরে স্বাধীনতা!
বড্ড যে ভয় করে !
এই বয়সে
আবার নতুন করে
পা না কেটে বসো
শামুক খোলায়!
হে বন্ধু বিদায়