স্বাধীনতা স্বাধীন নয় ✒️✒️ সায়ন্তন ধর
স্বাধীনতা স্বাধীন নয়
সায়ন্তন ধর
সবাই বলে স্বাধীনতা নাকি স্বাধীন নয়-
আমিও উপলব্ধি করেছি সে কথা,
যা পেয়েছি, হারিয়েছি তার চেয়ে বেশী হায়!
ভুলিনি সে দিনগুলির ব্যথা।
স্বাধীনতা কেড়ে নিয়েছে লাখো প্রাণ,
ঝরিয়েছে কত তাজা রক্ত,
হারিয়েছে দেশমাতা তাঁর বীর সন্তান
একথা ভুলে যাওয়া শক্ত।
স্বাধীনতা আজ অমূল্য তাই-
বিলিয়ে দেবার নেই পথ।
বাধা দাও তাকে কেড়ে নিতে যে চায়
নাও আজ এই শপথ।
প্রতিরক্ষায় এখনও ব্যয় হয়ে যায়
হাজার রক্ত বিন্দু।
স্বাধীনতাকে হারাবো না কিছুতেই, হায়-
যতই বয়ে যাক মহাসিন্ধু।
স্বাধীনতার ব্যাপ্তি অসীম অশেষ
রঙ যেন নিঃসীম নীল,
জীবনের যত চাওয়া পাওয়ার রেশ-
মুক্তির আনন্দ অনাবিল।