সম্পাদকীয় কলমে —– গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আমরা আমাদের অসহায়তার শিকার হচ্ছি প্রতিনিয়ত ! বিবেক বুদ্ধি ও বিবেচনা সব লুপ্তপ্রায় ! চিন্তাশক্তি ও জ্ঞানে মানুষ শ্রেষ্ঠ, কারণ মানুষের বিবেক আছে — যা দিয়ে সে ন্যায় – অন্যায়ের বিচার করতে পারে !
নৈতিকতা বিরোধী বিত্তবান মানুষের আজকের সময়ে লোভ-লালসার জন্য বহু নিস্পাপ মানুষের অসময়ে বলি হচ্ছে ! পরিস্থিতি আজ অস্থির – অসহায়। মানবিক মুল্যবোধের অবক্ষয় যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, তখন সুস্থ স্বাভাবিক সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয় প্রতিনিয়ত !
চেতনা মনের একটি ধর্ম বা বৈশিষ্ট্য বলা যেতে পারে। আত্মচেতনা, অনুভূতিশীলতা, পৃথকীকরণ ক্ষমতা নিজের সত্তা ও আশেপাশের পরিবেশের মধ্যকার সম্পর্ক অনুধাবনের ক্ষমতা। মনের দর্শন, মনোবিজ্ঞান,স্নায়ুবিজ্ঞান এবং বোধ বিজ্ঞানে চেতনা নিয়ে বহু আলোচনা তথা গবেষণা হয় !
তাও কেন আমরা সব হারাতে বসেছি ? একটু ভেবে দেখার সময় এসেছে ! আসুন না নিজেদের পরিচ্ছন্ন করে নতুন মানুষ তৈরি করি। সমাজ সংসার তথা মানব কল্যাণের মঙ্গলে। ভুল থেকে বেরিয়ে আসা সহজ, ভুলের মধ্যে বারংবার ঢুকে পড়া খুবই কঠিন !
এই সংখ্যার লেখা সবই একান্তভাবে প্রাসঙ্গিক। পাঠক ও কলম সাথীদের প্রতি রইল অপার অভিনন্দন কৃতজ্ঞতা।
আসুন, বেঁধে থাকি – ভালো থাকি সকলের সুখে – দুঃখে । এটাই কাম্য।
সম্পাদকীয় কলমে —– গীতশ্রী সিনহা।
খুব ভাল লাগল দিদি, একটা পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে হবে।