শব্দ-জব্দ অণুগল্প — গীতশ্রী সিনহা
শব্দ-জব্দ
অণুগল্প — গীতশ্রী সিনহা
শব্দের শ্লোগানে মুখরিত চারিদিক, সাহিত্য মাতা নাকি রুষ্ট ! তাৎক্ষণিক ভাবে হতবিহ্বল হয়ে ওঠে আত্মিকা। সে বিশ্বাস করে, আত্মার মাধ্যমে শব্দের সাথে তার যোগ… ভেঙে -চুরে লণ্ডভণ্ড করতে থাকে নিজেকে… ঘেঁটে যায় রূঢ় বাস্তব ! বিদঘুটে কার্টুন চরিত্র সামনে এসে দাঁড়ায় ! হাটে-বাজারে সেলে সস্তায় বিক্রি হয় পচন ধরা শব্দের পসরা।
শব্দের কবজি আর কনুইয়ের সংযোগস্থলে সুগন্ধি স্প্রে করে দিলেই পোড়া শব্দের গায়ে জাত বদলের মর্যাদা লেপ্টে যাবে । গর্বিত মা আত্মিকা, শব্দের জন্ম দেওয়ার আনন্দে প্রণালী ভাবতে থাকে…
চার ড্রপ ল্যাভেন্ডা মাখা শব্দ, চার ড্রপ পাতিলেবুর রসে ভেজানো শব্দ, এক থেকে দুই ড্রপ কমলার রসে ম্যারিনেট করা শব্দ… আরও আছে জুঁই -চন্দন মাখা,জবা বা বাদাম তেল মাখিয়ে বিশুদ্ধ সুগন্ধি শব্দ সাঁতরে জাতে উঠেছে…
চুপ ! চেঁচিয়ে উল্লাস করো না — নিজের ঠোঁটের উপর আঙুল ঠেকায় আত্মিকা।
বাঃ একটা স্বস্তির নিঃশ্বাস অজান্তেই চলে আসে আত্মিকার মগজে। মুচকি হেসে ভাবে, এবার আর সপাটে কেউ কুলুপ এঁটে দিতে পারবে না ! গৃহদেবতার পায়ে মাথা ঠেকিয়ে কুড়িয়ে পাওয়া শব্দরা যজ্ঞের আগুনে মেধা – সুন্দরী- লাস্যময়ী শব্দের সারিতে ফ্যাশন শো – এর বিজ্ঞাপনে মনোনীত…
সমবেত বিচারক মণ্ডলীর করতালিমুখর স্লোগানে ঘুম ভেঙ্গে যায় আত্মিকার … দেখে ক্যাটওয়াক রত র্যাম্পে চূড়ান্ত সাহিত্যের আসর…
ভ্রষ্ট হয়ে নষ্ট শব্দ জাতে উঠেছে আজ…
কোমল ক্যাকটাস