ভালবাসার জীবাশ্ম **** প্রাণেশ পাল
ভালবাসার জীবাশ্ম
প্রাণেশ পাল
তোমার ভালবাসার অনুরণনে
অনুরণিত আমার হৃদয়,,
আমাদের ভালবাসার লিপিগুলো লেখা ছিল—–
তাম্র প্রস্তর যুগের এপিটাফে !
সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক খনন কার্যে উঠে এসেছে
আমাদের ভালবাসার লিপিগুলো !
অযুত বর্ষের ব্যবধানে,সপ্ত সিন্ধুর জলে ধুয়ে—–
লিপিগুলো আজ জীবন্ত !
তবুও বেখেয়ালী উদাস মন ভেসে যায় বামিয়ান উপত্যকায়—–
শুধুই তোমাকে নিস্তব্ধতার নির্জনতায়, ভালবাসায়
তোমাকে ভরিয়ে দেওয়ার তীব্র আকাঙ্খায় !
আমার বিবাগী বাউল মন আজও ভালবাসা খুঁজে ফেরে—–
মৃত্যুপুরীর দ্বারে দ্বারে,যদি আর একবার
ইরিডাইসের শরীর বিমূর্ত থেকে মূর্ততায় ফিরে আসে !
আমার অবদমিত সীমাহীন ভালবাসা আজও মিলিত হয়—–
পূর্ণিমার নিশিতে আনারকলির অতৃপ্ত আত্মায় !
আমার নাবিক মন আজও ভাটিয়ালী সুরে ভালবাসার গান বাঁধতে চায়—–
ভেনিসের জলপথে শহরে নগরে !
তোমার অনুরাগের নৈসর্গিক ছোঁয়ায়
ভালবাসা উদ্বেলিত হওয়ার
প্রতীক্ষায় !
প্রতীক্ষা-রত ভালবাসা হয়তো সহস্র বছরে
পাললিক শিলাস্তরের ভাঁজে ভাঁজে
পরিণত হবে জীবাশ্ময় !!
প্রাণেশ পাল