নিরাপত্তা লেখক -শাহবাজ
নিরাপত্তা
লেখক -শাহবাজ
আজকাল তোমার চোখের দিকে চাইতে বড্ড বেশি ভয় হয়
তোমার চোখে মনুষ্যত্বের চাইতে বেশি পুরুষত্ব দেখতে পায়।
বেলা শেষে যখন আলো নিভে আসে
সূর্য হয় ম্লান
নিরাপত্তা হীনতার প্রলয় হয় সৃষ্টি
মনকে একরাশ ভয় করে গ্ৰাস
নির্দ্বিধায় তোমার কাঁধে রাখতে পারি না আর মস্তক
বাতি হীন শহরের আঁধার পথে
চলতে পারি না আর পাশাপাশি অতি বিশ্বাসের সাথে
মনে জমা হয় হাজার সংশয়
এই বুঝি সজোরে কষে ধরো হাত
কখনো কখনো দ্বিধাগ্রস্ত মস্তিষ্কে জাগে উদভষ্ট স্বপ্ন
মনে হয় তুমি রক্তপিপাসু কোনো পিশাচ আমি তোমার বাসনা লালসার শিকার।
তোমার হাতের জ্বলন্ত সিগারেট দেখে মনে পড়ে যায়, ধর্ষিতা নির্যাতিত নারী চিতার আগুন ভষ্ম ছায়
তোমায় নিয়ে নির্জন নিরালায় বসতে ইচ্ছে করে না আর
ভয় লাগে দেখে হস্ত নখর
অজানা এক ভয়ে বক্ষে জাগ্রত হয়ে ওঠে
তীব্র শঙ্কা অসহ্য কম্পন।
ভয় লাগে সাজতে এখন টিপ চোখে কাজল
লাল হলুদ গাঢ় রঙের শাড়ির আঁচল
ভয় লাগে পরতে তাঁত উজ্জ্বল বেনারসি কিংবা তসর
প্রতিদিনিই যেন সংকীর্ণ হয়ে আসছে জীবনযাত্রার পরিসর,
রংহীন ঘোলাটে ধূসর বর্ণে শুষ্ক মনের অবস্থান
জানি তুমি বলবে আমার ভাবনা বড়ই নিরর্থক
বড় সেকালের ভাবনা আধুনিক মূল্যবোধের অভাব
তুমি কি বলতে পারো অতি বিশ্বাসের সাথে
আমার ভাবনা অতিরঞ্জিত নিরাধার!
তুমি কি জানো না! আমার এই ভাবনা শঙ্কিত হৃদয়ের অবস্থান
, পুরুষতান্ত্রিক সমাজেরই দান
একদল লালায়িত পুরুষের তির্যক নিশান
প্রতিদিনই খর্ব হয় আমার স্বাধীনতা
নারী সম্ভ্রমের অধিকার
চোখের স্বপ্ন শুকায় চোখেরই উষ্ম বাণে
ভস্মীভূত আশা আকাঙ্ক্ষা তীব্র দাবানলে
তখনও তুমি প্রতিবাদহীন
,নির্বাক শান্ত বধির।