” তোমাতেই স্বস্তি” কলমে – রাই প্রিয়া

” তোমাতেই স্বস্তি”
কলমে – রাই প্রিয়া

দীর্ঘ প্রতীক্ষার পর তুমি এলে বর্ষা।
প্রকৃতি,তনু, মন যখন উত্তপ্ত আকুলতায়,
ব্যাকুল হৃদয় যখন উন্মত্ত তোমাকে পাবার আশায়,
উন্মাদনা, পাগলপারা তোমারই স্পর্শ অনুভবে,
চেয়ে রয় দু নয়ন কি ভীষণ আকাঙ্ক্ষা তিয়াসে –
ঠিক তখনই তুমি এলে !

মেঘ ডম্বর কাঁপায়, তারই সাথে মেঘ বহ্নি ,
ঘন গর্জনে, ধারা বর্ষণে আমি যেনো নব অনুরাগিনী।
চকিতে পদধ্বনি ভেসে আসে আকাশের বুক চিরে,
তব স্নিগ্ধ সজলে সিক্ত হলেম আমি ক্রমশঃ ধীরে ধীরে।

তুমি এলে তাই আজ কৃষকের মনে জাগে নব আশা,
ফেটে যাওয়া মাঠ গুলোর বুকে সবুজের স্বপ্ন ভাসা।

তুমি এলে তাই আজ নির্জন সন্ধ্যায়,
জোনাকিরা ঝাঁকে ঝাঁকে জ্বেলেছে রূপালী বাতি,
অলিতে গলিতে ব্যাঙেদের বসেছে জলসাঘর,
ওরা বিচিত্র কণ্ঠে শোনাবে গান আজিকার সারা রাতি।

কি বিচিত্র রূপ তোমার!! কখনো শান্ত, কখনো অশান্ত,
কখনও দেবী, দানবী মহাপ্রলয়ের এলোকেশী অনন্ত।

হে দেবী চেয়ে দেখো ঐ ইঁটের প্রাচীরের ধারে,
অতি কষ্টে বেঁচে আছে যারা প্লাস্টিক ঢেকে অনাহারে,
স্বস্তির আনন্দটুকু কেড়ে নিয়ো না ওদের,
তব মাতৃক্রোড়ে সন্তানসম – আমরা ওদের,,,,, ওরাও মোদের ..।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *