গদ্য কবিতা শিরোনামঃ-সেদ্ধ ভাতের সুবাস, কলমে –অনীতা প্রামানিক–।
গদ্য কবিতা
শিরোনামঃ-সেদ্ধ ভাতের সুবাস,
কলমে –অনীতা প্রামানিক–।
নিরক্ষর মানুষেরা বড্ড অসহায়, পায়না আর মাটির হাঁড়িতে সেদ্ধ ভাতের সুবাস।
অনাহারী উদর পায়না ভাত, মিথ্যে বাঁচার আশা, তাদের কথা হয়না প্রকাশ খবরের কাগজে, তাদের কথা নেই তো কোন উপন্যাসের পাতায়।
সেই সব দিন অবগত বৃথাই চেষ্টা করি,
যে কলম হিসাব কষে রাতের নিঃশব্দে তারও তো কষ্ট হয় হৃদয় ভাঙতে।
আবেগের পথে শুধুই কাঁটা নয় তো সহজ চলা,
নিশুতি রাতের অন্ধকারে
ছিন্ন পাতার সুখ ঝরে পড়ে কামনার আগুনে!
বিষন্নতায় কেঁপে ওঠে ঠোঁট,
ফেলে আসা শৈশব, কৈশোর, বার্ধক্য মিলেমিশে একাকার,
ক্ষুধার্ত প্রাণ খুঁজে ফেরে সেদ্ধ ভাতের সুবাস।
অতীতের সংগ্ৰহশালায় গচ্ছিত যা কিছু অতি সন্তপর্ণে ধরে রাখি।