♥ ধলেশ্বরী ♥ * গোবিন্দ গোস্বামী *
♥ ধলেশ্বরী ♥
* গোবিন্দ গোস্বামী *
ধলেশ্বরী একটি নদী
হিজল হেতাল তাল সুপারি
ছায়া সুনিবিড় সবুজ বনানী
পাড় ধরে নরম জল
উদাসী হাওয়ায় একে বেকে
ঠমকে চমকে লাস্যে
ঊর্মি নিত্য নতুন রহস্যে
তার বিরাম হীন চলা।।
যার নাম শুনলেই
ইচ্ছে হয় প্রেমে পড়ি
গহীন দরিয়ায় দেই পাড়ি
নদী না হ’লেও ভালবাসতাম
সত্যি তো আর দেখিনি
তবু কেমন
মন হরণ করা নাম
ধলেশ্বরী
স্বপ্নময়ী তিতাস তিয়াস
ভালোবেসেও মেটে না আশ!!