জোনাকির উপলদ্ধি শাহবাজ
জোনাকির উপলদ্ধি
শাহবাজ
যেদিন এই মানব জাতির দল, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল নগন্য তুচ্ছ ভেবে
ছুড়ে ফেলে দিয়েছিল গহীন আঁধার কূপে
আমার চলার পথের বাতি নিভিয়ে দিয়েছিল যেদিন এই সভ্য শহরবাসী
খোলা আকাশের নিচে দিশাহীন প্রান্তরে
শূন্য হস্তে দাঁড়িয়ে ছিলাম ভিখারিনীর বেশে
বেকারত্বের ব্যাকুলতায় অস্থির ক্লান্ত নিস্প্রভ শরীর
ছিন্ন যখন সম্পর্কের বাঁধন, বিচ্ছেদে মত্ত আত্মীয়স্বজন,সবাই যখন বিমূঢ়
শুধু ছিলে তুমি একমাত্র তখন
তুমি জোনাকির বেশ ধরে ,হ্রস্ব আলোক বিন্দু হয়ে জ্বলে উঠলে আমার দুচোখে
আঁধারের বুক চিরে দেখালে তুমি নতুন দিশা
প্রস্ফুটিত হলো সেদিন সুগম সুডল পথের রেখা
তোমার ক্ষুদ্র আলোক বিন্দু, বুঝিয়ে ছিল সেদিন -আঁধার হউক যতোই গভীর
একচিলতে আলোয় অন্ধকারের বিনাশ অন্তিম
সেদিন আমি বুঝেছিলাম -জীবনকে উজ্জ্বল করে তুলতে,লাগেনা রাশি রাশি আলোর বাতি
লাগে শুধুমাত্র একটি স্থির লক্ষ্যের কর্ম যগ্য
তোমার ক্ষুদ্র ডানায় ভর করে আকাশ গমন দেখে
সেদিন আমি অনুভব করতে শিখেছিলাম
আকাশে ভাসতে সফলতার অসিম আকাশে উড়তে,লাগেনা বৃহৎ বাজপাখির ডানা
ইচ্ছে শক্তির মিলন বন্ধনে রচিত সফলতার ফলক
ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় পারে জীবন করে তুলতে স্বার্থক
তুমি আমার পথ নির্দেশক,তুমিই আঁধার মনের
জ্যোতি
তোমার আলোয় আলোকিত আমার ভুবন বীথি।।
শাহবাজ