কবিতা – –বিবেকানন্দ মণ্ডল
কবিতা – ১
মামলা
–বিবেকানন্দ মণ্ডল
বিশ্বাসের কাছে সই সাবুদ অর্থহীন নীচতা কেবল।
ফলত
সুদ সহ আসলটুকুও মারা গেলে
জমিহারা-ব্যথা গোধূলি উত্তীর্ণ সন্ধ্যায় নত হয়ে ঘরে ঢোকে।
হজম হয়ে গেলে ভাতের ঋণ মনে রাখে না পেট।
বিশ্বাস নিক্তিনিরপেক্ষ হলেও
বাস্তবতা কিন্তু সোনারে’র মতো খাদ-সচেতন।
সম্পর্ক এক সাধনা। বিশ্বাস– বীজমন্ত্র।
উকিলতলা সাবুদ চায়, সাবুদ–
অস্বীকার করেছে মেঘ
বৃষ্টি তাই কাঁদতে কাঁদতে নেমে গেল …
কবিতা – ২
কবিতা হও সাথী
কবিতা ছেড়ে
আমাকে কি তাহলে গদ্য লিখতে হবে ?
তুমি তো বেণী সাজালেনা
প্রান্তিক রোদের মতো দোদুল ;
খোপা রচলেনা তারা গুঁজে ।
তীব্র চোখে কাজল — তাও পড়লে না ।
ঠোঁটের পাপড়ি ফোটালে না শিশির-মুগ্ধ ।
কাজের অজুহাতে
কোন অভিমান ঢাকো সুন্দরী ?
আরশি আমি,
সেই সকাল থেকে চেয়ে আছি
ছবি আঁকা ছেড়ে
তাহলে কি আমাকে বিজ্ঞাপনে মজতে হবে ?