একটি কবিতার অনুরোধে : পিংকু ব্যানার্জী

একটি কবিতার অনুরোধে :
পিংকু ব্যানার্জী
______________
কবি আপনার লেখা পড়েছি-
বড় ভালো লেখেন,
আপনার কল্পনার জগতে ভেসেছি বারবার !
পরিচয় হবার সুযোগ পরম প্রাপ্তি ,
কথার আস্কারায় একটি অনুরোধ রেখেছিলাম-
যদি কিছু লেখেন,
না না আমায় নিয়ে নয় – অনেকদিন নীরব আপনার কলম,
তাই দু চার লাইন কিছু যদি লেখেন এই অনুরোধ,
আমায় নিয়ে যে লেখা যায় না বুঝি –
আমাদের আলাপ চারিতার কথা,,
তাও আবার কখনো লেখা যায় নাকি !
আপনি গুণী আপনার সাথে সাক্ষাতে ধন্য –
অতি সামান্য এই আমি ; সেই আলাপের কথার কি এমন গুরুত্ব !
সেই সামান্য কথা কে ই বা মনে রাখে !
অতি সাধারণ-
রূপ নেই,গুন নেই- মনে দাগ কেটে যাবো এমন কিছুই তো নেই,
শুধু কল্পরাজ্যের বিলাসিতায় ভালোবাসার কবিতা,গল্প,উপন্যাস পড়তে ভালবাসি !
দেখি লেখকদের মহানতা –
কলমের কি জোর ,
সাধারন কে অসাধারন করে ঠিক জিতিয়ে দেন !
মন ছুটে যায় এমন গল্পের খেলায় !
আপনি মহৎ প্রাণ কবি-
আপনার কলমে আমার কথা ;
এতটা নির্বোধ নই কবি !
আমি রক্ত মাংসের মানুষ- কোন গল্পের চরিত্র নই,
আমার ভাগ্য বিধাতা আপনি নন !
আমার ভাগ্য আগেই হয়েছে লেখা ,
আতুরে ছয় দিনে,
বাকিটা নিজেকেই গড়ে নিতে হবে !
কবির মন কখন কি লেখেন, কার কথা ভেবে লেখেন –
তার তল পাই এমন বিদ্যে কোথায় !
হাজার গুণগ্রাহী অসামান্যাদের ভিড়ে হয়তো চাপা পড়ে গেছে এই নগন্যের ভালোবাসার ছোট্টো অনুরোধ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *