একটা উপন্যাস দিও ‌রবি **** সঙ্গীতা কর

একটা উপন্যাস দিও ‌রবি
সঙ্গীতা কর

যেদিন থেকে ‘গীতবিতান’ অনুভব করতে শিখেছি
হৃদয়ে সঞ্চারিত হয়েছে অবারিত প্রেম মুক্তধারা
দেখেছি স্রোতের বিপরীতে বিনোদিনী অবহেলিত,
অসম বয়সী কাদম্বরী প্রেম মাঝপথে হয়েছে অবরুদ্ধ
আফিমের বিষাক্ত প্রভাবে সমাধিত হয়েছে চিরতরে
সেদিনই বুঝেছি দুঃসাহসী প্রেমে পুরুষ বরাবর পরাজিত।

এখন ওয়াইনের বোতলে রাম মিশিয়ে চলি প্রতিদিন
বিজয়ী প্রেম খুঁজতে খুঁজতে খুব ক্লান্ত লাগে নিজেকে
ভাঙা-চোরা মনখানা জোড়া লাগানোর ব্যর্থ প্রয়াসে,
আয়নার সামনে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে বলি
আমি লাবণ্য, আমি বিনোদিনী, আমি তোমার কাদম্বরী
প্রেমের দুরন্ত সাহসিকতায় যারা একাই থাকে দাঁড়িয়ে।

কবি গো, যদি আবার আসো তুমি শুধু একবার ফিরে
তবে একখানি উপন্যাস দিয়ে যেও মোরে উপহার
যেখানে প্রেম রাজ্যে নারী হবে সত্যিকারের জয়ী,
শুধু ত্যাগ নয়, অবহেলা নয়,নয় না পাওয়ার বঞ্চনা
সমাজের বক্রচোখ নয়,নয় অতি-শাসনের ফতোয়া
স্নিগ্ধ প্রেম লাভে প্রেয়সী নারী যেন হয়ে ওঠে প্রেমময়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *