কবিতা *** উত্তম কুমার দাস
১) রবি মার্গ
সময়ের রথে বসে ভাবে কবি
সময়ের পরে ,সময় কে গড়ে
পৃথিবীর শেষে অসীম আকাশ
রবি তাপে, কবি পোড়ে।
ঝম ঝম ঝরে ব্যাকুল আহূতি
প্রণয় বাসনা শ্রাবণের চোখে
কবির হৃদয়ে ময়ূর পেখম
আকুল প্লাবন ছবি আঁকে।
মনের বাঁধনে, মন ছিঁড়ে মরে
অবাধ মরণে রুদ্ধ দ্বার
বিধাতার লেখা ঠাকুর বোঝে!
পট বলে রং, তুমি কার ?
কত বিষে মরে, নীলের আধার
কত তাপে পোড়ে মন
নিঃস্ব জীবনে বেঁচে থাকে কবি
স্মৃতিটুকু… মূলধন।
২) বিদ্রোহী কবি
চেতনার রঙে রাঙা হলো কবি
ভেঙে ফেলে সব রুদ্ধ দ্বার
পাখির চোখে দেখেছিল রবি
শিকল ভেঙেছে কবিতার ।
গুরু মেনে, দূর থেকে পথে
বিদ্রোহী সুরে গেয়ে গান
বিপ্লবী তাকে বিপ্লব মেনে
শহিদ স্মরণে দিলে প্রাণ।
ঐ জীবনের পথ ,পৃথক পৃথক
বেঁচে থাকা বড় জ্বালা
কবিতায় পোড়ে যুগের তাগিদ
স্বাধীনতা… খোলে তালা।
অগ্নিবীণায় কিনেছিল দেশ
উঠে ছিল মেঘে তারা
আজও বেঁচে তিনি দুই বাংলাতে
তবু জাতি কবি হারা!
উত্তম কুমার দাস