রাজার হিসেব ✒️✒️ কল্পোত্তম
রাজার হিসেব
কল্পোত্তম
ফসল কাটা হয়ে গেলে
রাজধানী মুখি রাস্তায়
কৃষকের কপালে এসে পড়ে
রবারের গুলি,
এসে পড়ে ধোঁয়া, টিয়ার গ্যাসের।
উন্নয়নশীল, হাই টেকনোলজির দেশে
টিনের শব্দে
ফসলের ক্ষেত থেকে
পক্ষী বিতাড়নের পরিবর্তে
রাজধানী মুখি কৃষকদের বিতাড়নে
ব্যবহার করা হয় হাইপারসনিক শব্দ।
সংখ্যালঘিষ্ঠের সমর্থনে পরিবর্তিত
সংবিধানের ধারা অপরিবর্তিত রাখতে
দেশের ভেতরেও
কাঁটাতার দেওয়া হয় কোথাও কোথাও!
কে তুমি, হিসেব নিতে চাও
চা বিক্রি করে গড়িয়ে আনা
রাজার মুকুটে ব্যবহৃত সোনার?