ঘটা করে কাল পালিত হল ভালোবাসা দিবস
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2024/02/images-32.jpg)
ঘটা করে কাল পালিত হল ভালোবাসা দিবস।
********
সত্যিই কি ভালোবাসা আছে?
নাকি মিথ্যে ভালোবাসা নিয়ে আদিখ্যেতা মিছে……!!
“ভালোবাসার প্রেতাত্মা”
-সান্ত্বনা
ভালোবাসলেই গোটা শরীর ফ্রি
চোখের নেশায় যতটা পরিকল্পিত
কৃত্রিম শৈলীতে সুসজ্জিত ভালোবাসার
বহিঃপ্রকাশ, অন্তরের অতলান্তে
লালিত বিষাক্ত লালসার অদম্য
কামনা অভিলাষ।
ভালোবাসার বীজেই বিনষ্ট অঙ্কুরিত চারা
অলীক প্রেমের নাট্যাভিনয়ে মেতেছে ওরা।
স্বার্থে অন্ধ হরিদাসেরা চণ্ডীদাসের কঞ্চি
বড়শী দ্বিখন্ডিত করে যৌবনের সোম রস
আস্বাদনে ভালোবাসার কাম টোপ ফেলে
অত্যাধুনিক হুইল বড়শী হস্তে অপেক্ষমাণ।
ওয়াশিং মেশিনের যুগে ধোপানীরা
অর্ধনগ্ন শরীর মাজে….
শূন্যতার শোকধ্বনি শতখালির ঘাটে।
ভালোবাসার অপমৃত্যু হয়েছিলো নক্সীকাঁথার মাঠে,সোজন বাদিয়ার ঘাটে
প্রকৃত ভালোবাসা সমাধিস্থ অপবিত্রতার
নির্মম যৌনাচারে
মৃত ভালোবাসার প্রেতাত্মা
আজ কেঁদে মরে অন্তর্দারে
বিঃদ্রঃ শতখালির ঘাটে চণ্ডীদাস বসে থাকতো রজকিনীর অপেক্ষায়।