অবুঝ মন ****** তনুজা চক্রবর্তী
অবুঝ মন
তনুজা চক্রবর্তী
সবুজে ঘেরা গ্রামের ছবি
শব্দ দিয়ে আঁকেন কবি
ব্যাপার খানা মজার বেশ
কাব্য গড়া হবে না শেষ।
কচুর বন ছাতিম তলা
সাজিয়ে মেপে যায়না বলা
ছলনা ময় বাঁশের ঝাড়
বাতাস যেন কেবল তার!
গ্রামের মাথা পুরানো বট
ছাড়ায় একা নিয়ত জট।
পুকুর জুড়ে শাপলা ফুল
পদ্ম ভেবে চোখের ভুল
সুপারি তাল সীমানা ঘিরে
হারালে পথ আসবে ফিরে।
সবাই ওরা আপনজন
পড়ছে বাঁধা অবুঝ মন
পারলে যেও কবির বাড়ি
ঠিকানা লিখে দিলাম তারি।