বিস্মৃত ডাকবাক্স
সুনৃতা রায় চৌধুরী ©
বিবর্ণ হয়ে আসে হৃদয়ের লাল রং তার
ধূলায় ঢাকা পড়ে আসে সমান্তরাল রেখার আবেগ, ঔৎসুক্যের দিন
সম্পর্কগুলি ভাঙা ইঁটের দেওয়ালে জীর্ণ তারে ঝুলছে
এই বুঝি ছিঁড়ে প’ড়ে বিচ্ছিন্ন হয়ে যায় চিরতরে
প্রবাসী পুত্রকে বৃদ্ধের কাঁপা কাঁপা হস্তাক্ষরে
“পত্রপাঠ চলিয়া আইস, জননী তোমার শয্যাগতা”
প্রোষিতভর্তৃকার বিরহ যাপন সুগন্ধি লেফাফায় লাজনম্র অক্ষরে
কিশোর ছেলেটির সমুদ্রপারের পত্রবন্ধুর টিউলিপ ল্যাভেন্ডারের বর্ণ গন্ধ
সই পাতানো কিশোরীটির ‘আমার সাধের গঙ্গাজল’
কর্মপ্রার্থী যুবকের প্রতীক্ষিত নিয়োগ পত্রের আকাশখানি
বিজয়া নববর্ষের শুভেচ্ছা, প্রণাম, আশীর্বাদ, জন্ম, মৃত্যু, বিবাহ
যাবতীয় শুভাশুভের স্মৃতি নিয়ে পড়ে থাকে বিস্মৃত ডাকবাক্সটি।