অলিখিত চুক্তি
রীতিশা পাল✍️
বেদনার্ত সমুদ্রে উপচে ওঠা উত্থিত ঢেউ
ক্ষণিক সময় আলো দিয়ে যায় একাকিত্বের সাম্রাজ্যে…
তাই বর্ণ গুলো বিরতি চাইছে,
প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্তের সন্ধানে
ভবিতব্য মন্থর গতিতে অপেক্ষমান দ্বীপ অভিমূখে,
বেড়ে ওঠা আগুনের আবর্তে শুধুই বাঁচার আলিঙ্গন..
বাঁচতে চেয়েও নিষ্ঠুর নিয়তি নিভে যাচ্ছে বুক পোড়া প্রদীপের মতন
সঙ্গমরত সময়ে ধ্বংসের চিহ্ন, সুগন্ধি পারফিউম চিৎকার করে চলেছে…
নগ্নতার নষ্ট খেলায় কোনো চুক্তি হয় না,
শুধু বুকের ভিতর বেজে চলে কিছু নষ্ট আওয়াজ।।