২১শে জানুয়ারী বালুরঘাট হিলি নতুন রেল প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন সাংসদ সুকান্ত মজুমদার ও কাটিহার ডিভিশনের ডিআরএম
১৯শে জানুয়ারী, বালুরঘাটঃ দীর্ঘ প্রতিক্ষার অবসান ২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত রেল প্রকল্প বালুরঘাট হিলি নতুন রেলপথের কাজের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে রবিবার ২১শে জানুয়ারী। সূচনা করবেন বালুরঘাট লোকসভা সাংসদ সুকান্ত মজুমদার ও কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার, থাকবেন রেলের নির্মান বিভাগের অন্যান্য আধিকারিকরা। ২১শে জানুয়ারী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হিলি সীমান্তের যমুনা নদীর তীরে হিলি বাংলাদেশের সীমান্ত স্টেশনে। ঘটনার খবর প্রকাশ পেতেই উল্লাসে মেতেছে হিলির বাসিন্দারা। সাংসদ সুকান্ত মজুমদার জানান জমি অধিগ্রহনের জন্য রাজ্য সরকারের হাতে ২৯৮ কোটি টাকা তুলে দেবার পাশাপাশি ৫০ কোটি টাকার প্রায় ১০ টি ব্রিজ নির্মানের জন্য টেন্ডার করেছে রেল। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই বালুরঘাট হিলির মধ্যে রেল পরিষেবা শুরু করতে চাই রেল পাশাপাশি হিলি সীমান্তের সঙ্গে বাংলাদেশ রেলপথকেও যুক্ত করতে চাই রেল, যারফলে এই রেলপথ দিয়ে দুই দেশের বানিজ্য আরও বেশি করে বাড়াতে উদ্যোগ গ্রহন করেছে রেল মন্ত্রক।