ডিসেম্বর মাসেই চালু হতে চলেছে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস, বিজ্ঞপ্তি জারি রেলের
৮ই ডিসেম্বর, বালুরঘাটঃ ডিসেম্বর মাসেই চালু হতে চলেছে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস, বিজ্ঞপ্তি জারি করলো রেলবোর্ড, এমনটাই জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি শুক্রবার দিল্লী থেকে ফোন মারফৎ এই কথা জানান একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী কল্যাণ সমিতি চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়কে। এই বিষয়ে তিনি আমাদের জানান সাংসদ তাদের এইদিন সন্ধ্যায় ফোন মারফৎ জানিয়েছেন চলতি মাসেই বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস চালু হতে পারে। শুক্রবারে এই বিষয়ে রেলবোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করলো।
তিনি আরও জানান সম্ভবত শিয়ালদহ থেকে প্রতিদিন রাত ১০টা ৩০মিনিটে ছেড়ে বালুরঘাটে সকাল ৮টা৩০মিনিটে প্রবেশ করবে আবার বালুরঘাট থেকে রাত ৭টায় ছেড়ে সকাল ৪টা২০মিনিটে শিয়ালদহে প্রবেশ করবে। পাশাপাশি গৌড়লিঙ্ক এক্সপ্রেস এর পরিবর্তে একি সময় বালুরঘাট মালদা প্যাসেঞ্জার ট্রেন চলবে, যারফলে জেলার বাসিন্দারাও এই ট্রেনের মাধ্যমে মালদা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনের সুবিধা নিতে পারবে। এরফলে জেলাবাসির দীর্ঘদিনের দাবী পূরণ হবে বলে জানান একলাখি বালুরঘাট রেল উন্নয়ন ও যাত্রী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়। ঘটনায় খুসির হাওয়া জেলায়।