বালুরঘাটে বর্ষায় বিলম্বিত এফসিআই ও ভারতীয় রেলের ৫০ হাজার মেট্রিকটনের খাদ্যদ্রব্য সংরক্ষন প্রকল্পের কাজ
বালুরঘাটঃ গত দুই মাসের প্রবল বর্ষণে ব্যাপক ভাবে ব্যাহত দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে নির্মীত ৫০ হাজার মেট্রিকটনের খাদ্যবস্তু সংরক্ষন প্রকল্পের কাজ। জমি অধিগ্রহনের পরে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে, যা আগামী ২০২৪ সালের মে মাসের ১০ তারিখের মধ্যে সম্পূর্ণ করবার লক্ষ্য মাত্রা ধার্য করা হলেও, এবারের বর্ষায় কাজ সেই ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি নির্মাণকারী সংস্থার দ্বারা। সারা ভারতের একাধিক এলাকায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে এই ধরনের খাদ্যবস্তু সংরক্ষন ব্যাবস্থা গড়ে তুলছে ভারত সরকার, যার মধ্যে রয়েছে বালুরঘাটের এই ৫০ হাজার মেট্রিকটনের খাদ্যবস্তু সংরক্ষন প্রকল্পের নাম। কৃষি ভিত্তিক এই জেলার কৃ্ষি উন্নয়নের জন্য এই প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। যেখানে অত্যাধুনিক উন্নত সংরক্ষন ব্যাবস্থার মাধ্যমে ধান গম সংরক্ষন করা হবে। যার ফলে কৃ্ষকরা উৎপাদিত ফসল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করতে পারবে। যা সংরক্ষন করে রেল ও সরক পথে দেশের বিভিন্ন প্রান্ত বা বিদেশের রপ্তানি করবে সরকার। এই প্রকল্পের নির্মাণ কাজের বরাদ পেয়েছে লিপ এগ্রি লজিস্টিক বালুরঘাট প্রাইভেট লিমিটেড। যেখানে ৫০ হাজার মেট্রিক টনের অত্যাধুনিক আন্ডার গ্রাউন্ড সংরক্ষন ব্যাবস্থা সহ রাস্তা ও রেলপথের মাধ্যমে সংযুক্ত হবে। পাশাপাশি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রশাসনিক ভবন ও নির্মাণ করা হবে। এই সংস্থার প্রকল্প আধিকারিক সুভদিপ দাস জানিয়েছেন এই প্রকল্পের কাজ খুব দ্রুত সম্পূর্ণ করবার জন্য জোড় কদমে কাজ শুরু হয়েছে গত বছরের শেষ থেকে কিন্তু বর্ষার কারনে খনন কাজ ও নির্মাণ কাজে ব্যাপক ভাবে ব্যাহত হয়। দ্রুত কাজ শেষ করবার জন্য রাত দিন চেষ্টা চালিয়ে যাওয়া হলেও বৃষ্টির কারনে সেই কাজ নির্দিষ্ট সময়ে করা সম্ভব হচ্ছে না। তবে যেভাবে কাজ চলছে তাতে নির্দিষ্ট সময়ের কিছু বেশি সময়ে তা সম্পূর্ণ করতে পারা যাবে।