দুর্গা বাজুক ***** মধুমিতা ধর
দুর্গা বাজুক
✍️মধুমিতা ধর
ঘুরতে ঘুরতে মেঘ আকাশের পথ
কখন যেন বৃষ্টি হয়ে নামে
ঐ বনপথ ,পাহাড়,সমুদ্দুর
সব পেরিয়ে পায়ের কাছে থামে।
শরৎ বেলার,শিউলি ঝরা মনে
হঠাৎ উঁকি দিয়েছে কাশবন
জড়িয়ে ‘ধরে সম্পর্কের মত
রক্ত রঙে ভেসেছে রঙ্গন।
সব একা আজ মিলনে মশগুল
হুল্লোড় খুঁজে,দিগ দিগন্তে ছোটে
এমন দিনে যেন সবার কানে
ঢ্যাম কুড়াকুড় দুর্গা বেজে ওঠে।