দক্ষিণ দিনাজপুর জেলায় যাত্রা শুরু করল আমারন ব্যাটারি
দক্ষিণ দিনাজপুর জেলায় যাত্রা শুরু করল আমারন ব্যাটারি
বালুরঘাটঃ রাজা ব্যাটারি লিমিটেড (এআরবিএল) দক্ষিণ দিনাজপুর জেলার বাজারে ‘আমারন’ ব্যাটারির যাত্রা শুরু করল।শুক্রবার বালুরঘাটের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আমারন ব্যাটারির যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন আর এম- সাজিত কুমার এন,ব্রাঞ্চ ম্যানেজার মনোজ কুমার শর্মা,অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাম চক্রবর্তী, সার্ভিস হেড অর্নব গাঙ্গুলি সহ আরো অনেকে। এদিন কোম্পানীর তরফে দাবি করা হয়,আমারন রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ছাড়া গ্রাহকদের দীর্ঘস্থায়ী ব্যাটারির নিশ্চয়তা দিচ্ছে। এছাড়া এটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনবিহীন, সম্পূর্ণ চার্জযুক্ত এবং ফ্যাক্টরিতেই সক্রিয় করা হয় এমন ব্যাটারি। এটি বেস্ট ইন ক্লাস (বিআইসি) ভেন্টস সম্পন্ন যা নিরাপদ ও দীর্ঘস্থায়ী।আমারন ব্যাটারির গুণগতমান শুধুমাত্র প্রতিশ্রুত নয় বরং নিশ্চিত। নতুন ধরনের প্রযুক্তির সাথে গ্রাহকরা এখন দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের সুযোগ পাবেন। গুন মানসম্পন্ন পণ্যে ক্রেতা, ডিলার ও ব্যবহারকারী সকলেই উপকৃত হবেন।