যা বলা হয়নি ***** গীতশ্রী সিনহা
যা বলা হয়নি
গীতশ্রী সিনহা
অনন্যোপায় কৃষকের মতো মাটি আঁকড়ে আছি
একবার চিত্রকল্পে যদি ভেসে ওঠো তুমি !
তোমায় দিলাম ভালোবাসার নির্জনতা
সম্পূর্ণ আকাশ, মেঘলা দুপুর এবং এলোমেলো লেখা
আমার কোন ছলনা নেই , কূট -কোলাহল, বৈপরীত্য
শহরের দিনরাত পোকাদের উৎসবে তোমার কফিন
বিশ্বাস আর সংশয় নিয়ে টিকে আছে বাঁচার দৃশ্য !
ভালোবাসা দিলে আকাশ ছুঁয়ে পার হয়ে যাবো স্বর্গের সিঁড়ি ,
একটু ভরসা করো , কাছে এসে বলো ” বিশ্বাস করি “।
মুছে যাবে আকাশচুম্বী কথার পাহাড়, হাতের ছোঁয়া ,
তোমার অরণ্যদিনে রয়ে যাবে শুধু বিশ্বাস বোধ, উর্বর জমি।
ফিরে যায়, ফিরে যাবে এই সব দিন আর মৌসুমী হাওয়া,
ঘুম থেকে জেগে উঠি, জেগে ওঠে জ্যোৎস্নায় প্রতিশ্রুত চেতনা।