ছোট্ট ফুলি — অনিন্দিতা নাথ।
ছোট্ট ফুলি
— অনিন্দিতা নাথ।
অন্নের জ্বালা মেটাতে
মা নিল বাসা বাড়ির কাজ।
ছোট্ট দশ বছরের মেয়ে,
বাপ হারা।
মিষ্টি ভুবন ভোলান হাসি!
নেমে পড়ল বাজারে ফুল
বিক্রির কাজে।
দিন আনে দিন খায়
তবুও আনন্দের সংসার।
ফুলি হাঁক পাড়ে-ফুল নেবে গো,
তাজা ফু**ল।
এগিয়ে এলো একটি লোক ,
কাছে ডাকে তাকে, কাছে আয়।
দু’টি হাত দিল টাকা!
তারপর?
নির্জন, নিস্তব্ধ, অন্ধকার গলিতে
যৌনতার স্বীকার হ’ল সে
আর্তনাদ ছড়িয়ে পড়ল দিকে
দিকে। মেদিনীকম্পিত ,
চারপাশ নিঝুম, জন শূন্য গলি।
তৃপ্তির হাসি ঐনৃশংশ
লোকটির মুখে ।
হায়! বিধাতা কি দোষে আজ
ফুলির জীবন বিপন্ন ?
কে দেবে, তার কৈফিয়ত?