কবিতা: বৃক্ষ মায়া ———— প্রভাত
কবিতা: বৃক্ষ মায়া
———— প্রভাত
বৃক্ষ রাজি সারি সারি স্বতঃসিদ্ধ স্বভাব তারি,
পথ প’রে ফেলে তারি ছাঁয়া।
মৃদু মন্দ সমীরণে ভুলায় পথিক জনে,
যেন তারি তরে কত মায়া! c
অপরাহ্ন সবে শেষ পথিক প্রবরও বেশ,
মুছে ফেলতে ক্লান্তির ছাপ,
চেয়ে দেখে বৃক্ষ রাজি আনুকুল্যে তার নীতি,
ঝির ঝিরে ছাড়িছে বাতাস।
পথিক প্রবর জন যেন তারি ভুলো মন,
অনুসন্ধান করে বৃক্ষ দান!
ভুলে যায় কালে কালে ও বৃক্ষ বন্ধু ছলে,
বাঁচিয়েছে আরো কত প্রাণ।
গ্রহন– দানের নীতি কৃতজ্ঞতায় জীবপ্রীতি,
নিদর্শন কেবা দেখায় এ বসুধায়?
সানন্দে গরল তারি শুষে নিয়ে ও জীবেরই,
নির্মল বাযু সে বিলায়।
এত বড় মহা দানে বাঁচায় সে কত প্রাণে,
নাহি চায় কভূ কিছু তবুও প্রতিদানে,
তবুও জীবকুল বারে বারে করে ভুল,
পরম বন্ধু সম ও বৃক্ষ নিধনে।
ঢাকা, ১৫, ফেব্রুয়ারী, ২৩ ইং।