তোকে প্রণাম করাই উচিত …. অপর্ণা সিনহা
তোকে প্রণাম করাই উচিত
…………………………………….
অপর্ণা সিনহা
তুই বুঝিয়ে দিলি বন্ধু,
এই জীবন যে কতটা মিথ্যা।
পৃথিবী ও তার জীব যে কত তুচ্ছ,
কতটা অহেতুক, অপ্রাসঙ্গিক!
তুই বুঝিয়ে দিলি রে
এই যে আমি আমি করছি
এটা যে কত লজ্জাকর,কত ঘৃণার,
শুধু একটু ভালো সময় দিতে পারা।
আশেপাশে ছড়িয়ে দেয়া সুখ,
কিংবা সুখের অনুভুতি গুলো ছাড়া
কিছুই ফেলে যাবার নেই তোর!
তুই শিখিয়ে গেলি রে, আমিত্বকে
কি করে ছুঁড়ে ফেলতে হয়!
অল্প সময়ে যেটুকু তোর সম্বল
নিশ্চয়তা আর বিশ্বাস জমা রাখলি।
আমাদের চামড়া ভেদ করে পাঁজরে-
সেগুলো আমাদের সম্বল থাক বন্ধু!
কতটা ঝাঁঝরা করে দিয়ে গেলি
এই পাঁজর,এই বুকের ভেতরটা
সে সব না হয় চাপাই থাক বন্ধু!
তুই শিখিয়ে দিলি কি করে নীরবে
নিঃশেষ করতে হয় পানপাত্রের বিষ,
একা একাই সয়তে হয় সেই জ্বালা!
তুই বুঝিয়ে দিলি তুই পথপ্রদর্শক
আমাদের সকলের আদর্শ, ভালোবাসা
হে শক্তি, তোর কাছে নতজানু হলাম
তুই জানিয়ে গেলি, ভালোবাসা কি!
কী করে সকল কষ্ট হৃদয়ে ধারণ করে
হাসি মুখে বিদায় নিতে হয় গোপনে!
লজ্জা লজ্জা লজ্জা! ধিক্ নিজেদের!
আমরা তোর উপযুক্ত ছিলাম না,
তুইই বুঝিয়ে দিলি,তুই কত অসাধারণ,
আমরা কত তুচ্ছ বন্ধু, তাই আজ
আমার ও আমাদের প্রণাম নিস !
-অপর্ণা সিনহা (ত্রিপুরা)