দূষণের কুচকাচালি কলমে নুপুর রায় ( রিনঝিন). ( ১)
দূষণের কুচকাচালি
কলমে নুপুর রায় ( রিনঝিন).
( ১)
এক আকাশে রবির কিরণ
তীব্রতর হচ্ছে দহন
দায়ী যে ভাই আমরা সবাই
করছি বিনাশ বনসৃজন।
ধ্বংস লীলায় মত্ত মানুষ
আকাশছোঁয়া বহুতলে
দূষণে জেরবার পরিবেশ
শ্বাস নেয়া ভার কর্মফলে!
দূষণের বীজ সবখানে তেই
শব্দ বায়ু পরিবেশে
গাছ লাগাও জল বাঁচাও নয়তো
ভুগবে হারিয়ে সব শেষে।
প্লাস্টিকে ঢাকছে শহর ঘর
আলগা হচ্ছে রোজ মাটির স্তর
আগামী দিনে জল সঙ্কট
চলবে তো বলো জীবনভর।
( ২ )
চলছে খেলা
নূপুর রায়(রিনঝিন)
চলছে খেলা মাঠে ঘাটে
দেখো কেমন ঠাটে বাটে।
কাল কমলে আজ ঘাসে
পকেট ভরার স্বপ্নে ভাসে।
লক্ষ্য যাদের পকেট ভরা
তাবেদারি তোষণ করা।
ফেলো কড়ি দেখো খেলা
ছাড় মিলে নেতার বেলা।
বিক্রি চলছে মন্ত্রি ঘোড়া
রাজনীতির মঞ্চে ওরা।
বাজার হাট রান্না ঘরে
জ্বলছে আগ সিলিন্ডারে।
গদিই হলো মোদ্দা কথা
ডান বাম কি রাম তথা!
শ্লোগান ওঠে খেলা হবে
ভোট বাক্সে ভোট যাবে।