অশ্লীল সিরিজ (৩) দাহ্য অবশেষ ✒️✒️ মধুপর্ণা বসু
অশ্লীল সিরিজ (৩)
দাহ্য অবশেষ
মধুপর্ণা বসু
অবশ্যম্ভাবী ইচ্ছেরা সজাগ হয়ে ওঠে,
জোনাকি ফোটার মতো স্তনের কুঁড়ি ফোটে
গুপ্ত কথার মতো সুগন্ধি তোষাখানা খুলে দিই
রূপকথার গল্পেরা আঁকাবাঁকা পথ খুঁজে
ভীষণ উদগ্রীব ছিল কখনো…
আজও সবুজ পাতায় ঝরে শীতের শিশিরকণা
নেশাগ্রস্ত আঙুলের ডগায় ঠোঁটের স্পর্শ
ক্লোরোফর্ম অবশে রাতের ছবি আঁকে।
অবশ ইচ্ছেরা ঘুম ভেঙে জেগে ওঠার আগেই
ছাই ছাই পারফিউম বলে দেয়, ‘শরীর শরীর,
কতযুগ হল ঘুমিয়ে আছো, রাজন্যা।’
স্বপ্নে নিভিয়ে দাও জ্বলে যাওয়া মোম।
ঘুমন্ত উপত্যকায় আর অপেক্ষা রেখোনা মিথ্যে।