লহ প্রণাম🙏💐 দুখু মিঞা কলমে ঃ সরমা দেবদত্ত **
লহ প্রণাম🙏💐
দুখু মিঞা
কলমে ঃ সরমা দেবদত্ত **
জন্ম যার বর্ধমানের চুরুলিয়া গ্রামে
উঠলো বেড়ে সেই গ্রামেতেই দুখুমিঞা নামে
শৈশব যার কেটেছিল দারিদ্র্যতার সাথে
কৈশোরেতে যাত্রাদল তার সুরেতেই মাতে
যার প্রতিবাদী কণ্ঠে জাগে সর্বহারার গান
ঝংকারে যার হুংকার ওঠে রুদ্রবীণার তান
যার রুদ্ররূপে বৈশাখী ঝর প্রলয় নাচে মাতে
কলম ধরে তলোয়ার রূপ শোষিতের অশ্রুপাতে
দৃপ্তকণ্ঠে ঘোষিত তোমার কুলিমজুরের ভাষা
সাম্যবাদের মন্ত্রে জোগায় মনেতে নতুন আশা
****************************************
বিদ্রোহী তুমি রণ-ক্লান্ত তুমি বিষের বাঁশির মহামন্ত্র
তুমি উন্মাদ তুমি নটরাজ যত রক্তশোষকের মারণযন্ত্র
তুমি সংবেদন তুমি আবেগ প্রেমের পূজারী তুমি
ধন্য তোমায় জন্ম দিয়ে আমার প্রিয় জন্মভূমি 🙏