অভ্যর্থনা ──✒️✒️ জামিল হাদী
অভ্যর্থনা
── জামিল হাদী
★
খড়কুটো দাওয়াত পায় কখনো? ভেসে ভেসে চলার?
কখনো নবান্নের উদ্বোধন করেছে কৃষক? ফিতে কেটে ?
আলাদা কোনো পার্বণ আছে?জোঁকেদের? রক্ত শুষে নেয়াকে কেন্দ্র করে?
পথিককে গন্তব্যে পৌছে দিয়ে রাস্তা হাততালি পেয়েছে কোনোদিন?
কলম আর খাতাকে কেউ কখনো দিয়েছে
আজীবন সম্মাননা পদক?
কাউকে না কাউকে কাঁধ চওড়া করে রাখতেই হয়,
যেন অণুবীক্ষণযন্ত্রেরা জিঘাংসায় মেতে উঠতে পারে প্রতিদিন।
একজনকে নিঃশর্ত হতে হয়,
যেন এক যুগ আগের ঘর পালানো সেই বৈশাখ
ফিরে এসেই নাগালে পেয়ে যায় আনন্দ কালবৈশাখী।
── জামিল হাদী