অশ্লীল সিরিজ (২) ছাই ভস্ম শরীর ✒️✒️ মধুপর্ণা বসু
অশ্লীল সিরিজ
(২)
ছাই ভস্ম শরীর
মধুপর্ণা বসু
অথচ আসমুদ্র তার পায়ে চুমু এঁকে গেছে যুগান্তরে,
এ আদি যুগের পুরাণ পাঠের মতো স্বতঃসিদ্ধ প্রেম।
যুগের কোন হিপোক্রেসই আমাদের সহ্য হয়না,
তবুও এই লিঙ্গ বৈপরীত্যে দুপেয়ে জীব জন্ম দ্বিমুখী।
লিঙ্গ ভেদে বেনামী হয় ভালোবাসা, শরীর, সংজ্ঞা –
স্বকীয় বা পরকীয় হাস্যকর ভাবে দুইয়ের গর্ভগৃহ স্ত্রীয়েই বর্তায়
আইনের ঝাণ্ডা উড়ানো কামুক পুরুষ তার দণ্ড ব্যবহার করে ইতিউতি,
অবলীলায় বুড়ো আঙুল দেখায় সমাজকে;
আইনমোতাবেক নিঃশ্চুপ…
বিচারাধীন মেয়েমানুষের স্ট্যাটিস্টিক্স, কেন?
ঘোমটার তলায় খ্যামটা, ছোট স্কার্ট, ব্রা’এর স্ট্র্যাপ,
বুকের খাঁজ, সব সব বিচারাধীন…
অভিযুক্ত আসামী স্ত্রীজাতি,
হে ধর্মাবতার… আর কতদিন এই একচক্ষু মাতালের মানদণ্ড নিয়ে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবে?
(ভ্যাটিক্যান সিটি তে সিস্টাইন চ্যাপেলের সিলিং অর্থাৎ ডুমে মাইকেল এঞ্জেলোর ফ্রেসকো বা আঁকা ওল্ড টেস্টামেনের আদমের জন্ম বৃত্তান্ত, ঈশ্বর আদমকে প্রাণ শক্তি দিচ্ছেন। আদম এখানে নগ্ন, পুরুষের নুডিটি এখানে এক অবিস্মরণীয় শিল্পের অপার্থিব নিদর্শন হিসেবে রয়েছে। এ শুধু মাত্র দুচোখে ভরে নিয়ে এসেছি। ছবিটে আইফোনে তোলা, জুম করে দিলাম। আমার অভিজ্ঞতায় শ্রেষ্ঠ প্রাপ্তি।)