মাতৃদিবস ✒️✒️#মৌসুমি

মাতৃদিবস

#মৌসুমি

কুঁচকে যাওয়া চামড়ায়
বৃদ্ধাশ্রমের জানলায়
ছেলে মেয়ের অপেক্ষায় থাকা
মা কে বলতে ইচ্ছে করছে
শুভ মাতৃদিবস মা।।

একটা পুঁটুলি নিয়ে
শিয়ালদা স্টেশনের বাইরে
ছেলে বৌয়ের অত্যাচারে
থালা নিয়ে ছলছল চোখে
বসে থাকা বৃদ্ধাটিকে
বলতে ইচ্ছে করছে
শুভ মাতৃদিবস মা,।

অঝোর বৃষ্টিতে ফুটপাতের
মা টি যখন কোলের
শিশুটিকে ভেজা থেকে বাঁচাতে
একটা শুকনো নিরাপদ ছাউনী খোঁজে
তাকে গিয়ে বলতে ইচ্ছে করে
শুভ মাতৃদিবস মা।।

যে অর্ধ উলঙ্গ পাগলী টা
পথে পথে ঘুরে বেড়াতো
তার কোলের ফুটফুটে
ছোট্ট শিশু টিকে সমাজের
থেকে রক্ষা করার জন্য
জাপটিয়ে বসে থাকে কোন
মেট্রোস্টেশনের বাইরে
সেই পাগলি মা কে
বলতে ইচ্ছে করছে
শুভ মাতৃদিবস মা।।

কাঁধে ঝোলা ব্যাগ
কোলে ছোট্ট শিশু নিয়ে
লোকাল ট্রেনে লজেন্স
হকারি করা মা টিকেও
আজ ভীষন বলতে
ইচ্ছে করছে
শুভ মাতৃদিবস মা।।।

যে সদ্যজাত শিশু টিকে
ময়লার স্তুপে ফেলে রেখে
যায় ভদ্রমানুষ নামক কিছু
প্রাণী সেই শিশুটি কে
আগলিয়ে কোলে জড়িয়ে
স্নেহের সাথে বড় করার
শপথ নেয় যে বৃহন্নলা
আজ তার কাছে গিয়ে ও
ভীষন বলতে ইচ্ছে করছে
শুভ মাতৃদিবস মা।।

আরো অনেক এমন মায়েরা
আছে যাদের রোজের লড়াই
তাদের সন্তানদের বাঁচানোর তাগিদে।।
ওদের জন্য কেউ কেক আনে না
কেউ বলে না Love you ma
তবুও ওরা এই মুখোশ ধারী
সমাজের আনাচেকানাচে বেঁচে আছে
তাঁদের সন্তানের মুখ চেয়ে
সেই মায়েদের আমার কুর্ণিশ
তোমাদের মতো সকল সংগ্ৰামী
মায়েদের জানাই
শুভ মাতৃদিবস মা,
শুভ মাতৃদিবস মা।।।

#মৌসুমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *