দৌড়কন্যা ✒️✒️রেশম লতা
দৌড়কন্যা
রেশম লতা
ছাই ছাই মেঘের আদল
বাদল ভরা রাইত!
এই বলে, এই কয়ে আইজ
আন্ধার পালায়ে বেড়ায়___
নাই জীবন, যৌবন ভাগাড়ে দেয় ডুব
ফুলে উঠে আঙুল
কান্নার দাগ জমা খসখসে গালে।
নদী কথা দেয়, রাখে না
শুভদার সোনা খেতে অশুভ আগুন
গোলায় বালি, খালি, খালি সব উদাম বাঁশের ছিলা
আইলে লালনের বেহুদা সুর বড় ক্ষেপা
চোক্কের জলে জন্মায় রক্ত নদী।
ঘামের গন্ধে মরে আঙ্কুরা শকুন
তবু করমোল্লা মরে না, ওর পেটে মশা
লাখ লাখ দান্তব কীট
আমি শুধু হাতে মশাল চেপে এলোমেলো পথে
পথ হয়ে দৌড়ি,,,,,