*কবিতা —স্মৃতিপটে মা* *কলমে —✍️সুশান্ত পাড়ুই

সন্তান হয়ে মেটাতে চাই না
মায়ের অপার ঋণ
মায়ের জন্য দিলেম অর্ঘ্য
এ জীবনের প্রতিদিন।

*কবিতা —স্মৃতিপটে মা*
*কলমে —✍️সুশান্ত পাড়ুই*
—————————//————————-
রাখবো লিখে মায়ের কথা
স্নেহের সে যে দিনের কথা
আদর মাখা কদর ভরা দিন,,,,,,,
রাখবো লিখে স্মৃতির কথা
স্বপ্ন ছড়া— ছড়ির কথা
মধুর কত আতুর শত ঋণ।

রাখবো লিখে সোহাগ কথা
শাসন-বারণ মানার কথা
রুক্ষ মনের দুঃখ যত ভুলে,,,,,,,,,
রাখবো লিখে বোধের কথা
আগলে রাখা— রাখির কথা
গন্ধে ভরা মায়ের এলো চুলে।

রাখবো লিখে স্নেহের কথা
জ্বরের রাতে জাগার কথা
কষ্ট দিনের স্পষ্ট কতো মায়া,,,,,,,,
রাখবো লিখে দরদ কথা
নাইয়ে খাইয়ে দেয়ার কথা
আঁচল ভরা সচল আলো ছায়া।

রাখবো লিখে ভক্তি কথা
তুলসী তলায় পূজার কথা
আলতা পরা টুকটুকে মার মুখ,,,,,,,
রাখবো লিখে ব্রতের কথা
ভালোবাসা— বাসির কথা
এ যৌবনের প্রথম প্রেমের সুখ।

রাখবো লিখে দুধের কথা
অমৃত সেই পানের কথা
সুক্ষ্ম স্মৃতির রুক্ষ দেয়াল ভাঙা,,,,,,,
শূন্য বুকে হন্য পাখি
ধরায় আবেশ জড়ায় আঁখি
ফাঁকির ঘরে রাখির আবির রাঙা।

লিখতে গিয়ে অশ্রু ঝরে
লাইনরা বে— লাইন ধরে
কেমন করে তোমার কথা বলি,,,,,,,,
আজও আছি তোমার খোকা
হদ্দ-হাঁদা বদ্ধ বোকা
বাতলে দেওয়া তোমার পথেই চলি।
————————–//—————————–
*🙏🏻সুশান্ত পাড়ুই 🙏🏻*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *