থেকে যাই অপেক্ষায় ✍️ সোমা কোলে
থেকে যাই অপেক্ষায়
✍️ সোমা কোলে
কিছু সংযোজন, কিছু বিয়োজন
এ চিরকালীন সংঘাত
মুছে কি যাবে সব কলঙ্ক
যতটুকু দিয়েছিলে আঘাত!!
যা কিছু আছে পুরোনো
সবই কি যাবে ফেলা!
আমরা সবাই বেঁধে থাকি
তবুও কোথাও ভীষণ একলা।
ভুলে যাওয়া তো সহজ নয়
যত হলো রক্ত মিছিল
ডাকলেও আর দেয় না সাড়া
বিবেক যখন ফসিল।
সবই বুঝি তলিয়ে গেল
কোথাও কি নেই আশা!!
লোভের পাহাড় জমতে জমতে
কে হবে কার ভরসা।
হয়তো নতুন, কিছু স্বপ্ন
কোথাও আছে বিশ্বাস
আমরা আজও অপেক্ষায় থাকি
আবার নতুন মধুর মাস।।