☆ শ্রমিক ☆ ——-সত্য রঞ্জন বণিক
☆ শ্রমিক ☆
——-সত্য রঞ্জন বণিক
শ্রমিকের ধ্যান উদায়াস্ত মেহনতি,
ঘামঝরা শ্রমেই সভ্যতার উন্নতি।
সৃষ্টির কারিগর আত্মত্যাগে অসীম,
দেশ বিকাশে অবদান অপরিসীম।
ওরা দেশ গড়ে অগ্রগতির শপথে,
পাহাড় কেটে রাস্তা, সুড়ঙ্গ রেলপথে।
ওরা রোদপুড়ে বৃষ্টিভাজে করে চাষ,
সোনার ফসল ফলায় সে বারোমাস।
জীবন আর মরণ শূন্য ব্যবধান,
ঝুঁকিপূর্ণ জীবনে জীবিকার সন্ধান।
ক্লান্তির বিশ্রামে পায়না কখনো ছুটি,
অনাহারে ক্ষয়ে ক্ষয়ে মৃত্যুর ভ্রুকূটি।
শোষণ যুপকাষ্ঠে ষড়যন্ত্রের খেলা,
তবুও জোটেনা ক্ষুধায় অন্ন দুবেলা।
——-সত্য রঞ্জন বণিক