কবিতা: গৃহ মায়া —— শব্দ সঞ্চয়ণ ও লিখন: প্রভাত

কবিতা: গৃহ মায়া
———————————-
শব্দ সঞ্চয়ণ ও লিখন: প্রভাত
————————————-

তোমারি ও গৃহ কোণে কত কেহ আসে ক্ষণে,
শত্রু – মিত্র’র চলে খেলা।
এই আমি শুধু আসি তবুও পরমানন্দে ভাসি,
তব শুভন্তেই কাটে মোর বেলা।

প্রার্থিত নই আমি সেও তো জানি জানি,
বারং বার তবুও ফিরি প্রাণের টানে।
জানিনে সে কোন মায়া নিঃশেষে মোর হায়া!!
ও গৃহেই ফিরায়ে মোরে আনে।

ও গৃহের ফটক দ্বারে কত কেহ ঘুরে ফিরে
নেই বাধা কারও প্রবেশাধিকারে।
জানিনা কোন হেতু জ্ঞানে শুধু শুধু মোর সনে,
অহেতুক আইন আর সমন ঝরে?

এত ক্লেশ এ জ্বালা সহি আমি সারা বেলা,
নিস্তার নাই নিশি- যামী।
জানিনে সে কি ভ্রমে ও গৃহই মোরে টানে,
দূরে যে সরায়ে রাখিতে পারিনে আমি।

কেহ কি বোঝে মোরে? সাঁঝ, নিশি ঐ ভোরে,
কি কথা যপে যাই মনে?
নাই থাক অধিকার দুখ তাতে নাই আর,
ও গৃহ ভরুক তবুও সুখ আর ধনে।

1 thought on “কবিতা: গৃহ মায়া —— শব্দ সঞ্চয়ণ ও লিখন: প্রভাত

  1. טוב פוסט בבלוג. אני בהחלט אוהב אתר זה . להמשיך את עבודה טובה!
    פוסט נחמד . אני לומד משהו חדש ומאתגר על אתרים אני מעד על על בסיס יומי. שלה תמיד מועיל לקרוא תוכן מאחרים סופרים ולתרגל משהו מאחרים אתרים.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *