অহল্যা ✒️✒️ বিবেকানন্দ মণ্ডল
অহল্যা
বিবেকানন্দ মণ্ডল
অহল্যা শাপে পাথর হয়নি
হয়েছিল অপমানে আর অভিমানে ।
রামের প্রেমস্পর্শে তাই কেঁদে ফেলেছিল ।
মাচা থেকে লাঙল পারো বল-রাম
তোমার স্পর্শহীন ধরিত্রী
আদিগন্ত অভিমানে মাটি হয়ে আছে ।
কানে কানে একবার বৃষ্টির গান শোনাও
সবুজ কান্নায় নিজেকে ফিরে পাক ।
অপ্রেম মানুষকে মাটি করে
অপমান মাটিকে করে পাথর ।
יום טוב ! אני פשוט רוצה להציע לך ענק אגודלים למעלה עבור שלך נהדר מידע יש לך ממש כאן על הפוסט הזה. אני אהיה חוזר ל האתר שלך לעוד בקרוב.