জনসাধারণের প্রতি ✒️✒️ দুলাল কাটারী
জনসাধারণের প্রতি
দুলাল কাটারী
মন দিয়ে শুনে রাখো জনগণ, রাজনীতির এই মহারণে
মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটিয়ে রাজনীতি বিষবাষ্প ছড়ানো নেতাটি
দশ জন সিকিউরিটি নিয়ে বুলেটপ্রুফ গাড়িতে ঘোরে
তাই তার উস্কানিমূলক বার্তাতে হাতে অস্ত্র তুলে নেওয়ার আগে
একশো বার ভাববে, দিগন্ত বিস্তৃত এই কুশাসন তোমার জন্য সামান্য জলের ব্যবস্থাও করে রাখে নি।
তোমার দীর্ঘশ্বাস যত দীর্ঘ হবে শাসকের ততই আনন্দ।
তোমার রক্তে মাখা অন্ন একের পর এক শাসকের স্বাদকোরকে উজ্জীবিত করে এসেছে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই।
ঝরিয়ার কয়লা খনিতে জনগণের কোনো ভাগ নেই, মুম্বাইয়ে তৈল খনিতে জনগণের কোনো ভাগ নেই।
এগুলো সরকারের।
এই অর্থ কাজে লাগে অপপ্রচারে,ভোট প্রচারে, হিংসা প্রতিষ্ঠায়, দলিতার গর্ভপাতে,জমে থাকা কেস লড়তে, কমিশন গঠনে।
অসুস্থ মানুষটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ না থাকলেও
প্রবীণ প্রতিবন্ধী থেকে শুরু করে সকলকেই বুথ মুখী করার উদ্যোগে শ্রেষ্ঠ আমাদের সমাজসেবীরা।
সিস্টেম অকেজো হলে তার রিপেয়ারিং প্রয়োজন অবশ্যই;
আর হ্যাঁ,
শ্রদ্ধেয় প্রজাতান্ত্রিক সংবিধান,
তোমার কাছে আবেদন রইলো
শাসক বিরোধী কে যদি কেউ দেশ বিরোধী বলে তাহলে, তোমার যুক্তিবাদ যেন তার দশহাত দিয়ে শাসকের গলা টিপে ধরে।
אני חייב תודה על המאמצים יש לך לשים כותב את זה אתר . אני מקווה לראות אותו בדרגה גבוהה פוסטים על ידך בהמשך גם כן. למעשה , יכולות הכתיבה היצירתית שלך יש השראה לי לקבל שלי מאוד משלו אתר עכשיו;)