তিনটি ছোট কবিতা ✒️✒️ শান্তময় গোস্বামী

তিনটি ছোট কবিতা

শান্তময় গোস্বামী

১)
কবিতার আড়ালে কবি

কখনও কখনও কবিরও ইচ্ছে হয় কবিতার আড়াল নিতে
চিত্রকল্প মোড় নেয় নতুন বিষয়ের দিকে
কাব্যের কথকঠাকুর হঠাৎই থমকে যায়
পৃথিবীর চেনা আর অচেনা শব্দের মেলবন্ধনে
আমরা তখনও হাঁটতে থাকি নদীপথ… সমুদ্রে
আর হাঁটতে হাঁটতে জলের উৎস খুঁজি
বৃষ্টি আর আগ্নেয়সরণির উৎক্ষিপ্ত ম্যাগমায়।

২)
ধূসরমৃত্তিকা

রাতগভীর হলে কবিতার জানালা খুলে উঁকি দেয় শব্দমায়া
মেতে ওঠে সে এক আদিম খেলায়… জরায়ুতে পুঁতে দেয় কবিতাবীজ
আঁধারে জন্ম নেয় আমার কবি সত্তা… জাগরিত হই অজানা মগ্নতায়
শব্দের অতৃপ্তির বুনোটে সৃষ্টি হয় একলা কবিতারা
তুমি তখন আলো অন্ধকারের কলঙ্ক ভয়ে
মুছে ফেলো আঁধারের জটিল নকশাচিত্র…
তারপর আমাদের ডেকে নেয় কোন কবিতাহীন
অনুর্বর মাঠ কিংবা ধূসর মৃত্তিকা।

৩)
বাসনা নদী

তারপর জংধরা জোছনা আর গলে গলে পরা তারাদের অন্তিম ইচ্ছায়
নদীপথ হেঁটে গেলো গন্তব্যে…
অচেনা পথিকের পদচিহ্ন…
আর শূন্য বালুচরে একা জেগে থাকে রাতের নীরবতা।
আমিও হাঁটি ক্লান্তিহীন…
এক কামনাগভীর নদীর বাসনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *