নীলমুখ ❀════════࿐ জামিল হাদী
নীলমুখ
❀════════࿐
জামিল হাদী
আমরা কেউ কোনোদিন মুখোমুখি হতে চাইনি। অথচ এমনটা হলোনা।
চেয়েছিলাম আমাদের মুখ দুটো চাঁদের আলোর প্রতিপক্ষ হবে। হয়নি।
পুকুরের পানির সাথে আমাদের দুইমুখ গল্প করবে একমুখ হয়ে। হয়নি।
খাঁচার ভেতর থেকে পাখিরা আমাদের দেখবে উন্মুখ হয়ে! হয়নি।
আমরা হবো ঘুমন্ত পৃথিবীর অমর রোদমুখ। হয়নি।
আমাদের ফুটে ওঠা দেখে মালী হবে উচ্ছ্বসিত হাসিমুখ। হয়নি।
এই হিসেবছাড়া ‘হয়নি’রা আমাদের পদ্মগোখরো বানিয়েছে।
আমরা এখন আমাদের মুখোশে ছোবল দিই।
কে জানে, হয়তো মুখেই।
শেষমেষ এভাবে নীলমুখ হয়ে উঠবো আমরা। ভাবিনি।