#হৃদমাঝারে স্পন্দন #বিষয় —– কখনো কখনো বিষন্নতা… মেঘলা হয়ে যায় #শিরোনাম — আকাশের গল্প কলমে —– মধুমিতা রায়
#হৃদমাঝারে স্পন্দন
#বিষয় —– কখনো কখনো বিষন্নতা… মেঘলা হয়ে যায়
#শিরোনাম — আকাশের গল্প
কলমে —– মধুমিতা রায়
মনের চোরকুঠুরিতে জমিয়ে রেখেছিলাম একফালি নীলাকাশ,
মাঝে মাঝে কুঠুরির জংধরা তালা খুলে দেখতাম তাকে |
হাত বুলিয়ে দিতাম তার সারা গায়ে |
আমার হাতের খুশির ছোঁয়া পেলেই
সে রঙ তুলিতে তার বুকে আঁকতো রামধনু |
রামধনুর সাত রঙ ছড়িয়ে পড়তো
কৃষ্ণচূড়া, পলাশের ডালে,
কচুরিপানার ফুলে |
আকাশ হতো ঘন নীল,
সে নীলের ছোঁয়া এসে লাগতো নদীর বুকে,
আনন্দে ছলাৎ ছলাৎ করে সে এগিয়ে যেতো
সাগরের দিকে |
মাঝে মাঝে আলো আঁধাড়িতে তোমাকে যখন হারিয়ে ফেলি,
আমি ছুটে যাই আমার মনের চোরকুঠুরির কাছে,
সাবধানে তালা খুলে
এসে দাঁড়াই নীল আকাশের সামনে |
হাত রাখি নীলাকাশের বুকে,
দেখি সে আকাশে ছেয়ে আছে ঘন কালো মেঘ,
আমি যেই তার বুকে মাথা রাখি
জ্বলে ওঠে বিদ্যুৎ,
মেঘ ভেঙে নামে বৃষ্টি |
আমার বিষণ্নতা যায় ধুয়ে |
আমি ভিজতে থাকি |